Summary
৪-৮ বছর বসয়ী শিশুদের উপযোগী এই বইটি চমৎকার আঁকা এবং ইলাস্ট্রেশনে লাল মোরগের গল্প বলে। ছোট্ট সোনামণিদের কোমল মনে একটি লাল মোরগের এডভেঞ্চার কাহিনি দাগ কাটবে। বইটি কমিকস বা ছবির গল্প টাইপের একটি প্রকাশনা যা কোমলমতি বাচ্চাদের বই পড়ার প্রতি আগ্রহী করবে।
লেখক পরিচিতি
নিশাত সুলতানা একজন বাংলাদেশী কলামিষ্ট, শিশুসাহিত্যিক ও মানবাধিকার কর্মী। কর্মজীবনে ‘নিশাত সুলতানা নামে পরিচিত হলেও বাবা-মা, নিকটজন ও বন্ধুবান্ধবরা ‘পূরবী’ নামেই ডাকেন। জন্ম উত্তরবঙ্গের নওগাঁ জেলায়। শৈশব ও কৈশাের কেটেছে ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ জেলা শহরে। পড়েছেন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁ সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ইংরেজি বিভাগে। বাবা এ,কে,এম, নূরজ্জামান এবং মা সেলিমা বানুর দ্বিতীয় সড়ন তিনি।
যদিও কর্মজীবনের শুরু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে, পরবর্তীতে যুক্ত হন বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে। তিনি কাজ করেছেন কনসার্ন ইউনিভার্সেল, সেভ দ্য চিলড্রেনের মত আর্জাতিক উন্নয়ন সংস্থার গুরত্বপূর্ণ পদে। বর্তমানে কর্মরত আছেন পৃথিবীর সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাকে। সাতাশতম বিসিএসে যােগদান করে তিনি সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কিছুদিন দায়িত্বও পালন করেন। শিশুদের জন্য অদ্ভুত সুন্দর একটা পৃথিবী নির্মাণ করতে চান তিনি।
তাঁর রচিত শিশুতােষ বইগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে ‘নিপুর রঙিন একদিন’, ‘পুটুর বদলে যাওয়া’ ও ‘কাক ও বকের একদিন’। পাঠক নন্দিত লেখিকা নিশাত সুলতানা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত।