শিশুকে নিয়ে সাফারি পার্ক বা চিড়িয়াখানা ভ্রমণ
অপার স্রষ্টা নির্মিত এ গ্রহে মানুষ ব্যতিত প্রাণি কম নেই। কিন্তু আমরা চিনি হাতে গোনা কিছু প্রাণি। অনেকে বাসায় অ্যাকুইরিয়ামে মাছ, বারান্দা বা ছাদের খাঁচায় পাখি রাখেন। কেউ পুষে থাকেন বিড়াল, কুকুর। কারও বাসায় দেখা মেলে খরগোশের। উপরে বর্ণিত সব প্রাণিই মানুষের পোষ্য। এরা ঘরে মানুষের পাশাপাশি বাস করতে পারে। একটি শিশুর জন্য এর সবই …