support@halumkids.com

Kids Books, Clothing, Toys at Affordable Price

শিশুর বন্ধু বেছে নেওয়া

বন্ধুত্ব জীবনের এক পরম সম্পদ। আবার তা দূর্ভাবনার কারণও হতে পারে। শিশুর সামাজিকীকরণে বন্ধু জীবনে আসবেই। একটু বড় হয়ে স্কুলে যাওয়ার বয়সেই এ সংস্পর্শের আগমন। অভিভাবকদের তাই অন্য আরও অনেক বিষয়ের মতো সচেতন থাকতে হবে শিশুর বন্ধু বিষয়েও।

সমাজে একা বাস করা যায় না। সমাজ মানেই বহু মানুষ। বহু মত। বহু পথ। এর সঙ্গে মিলে মিশে খাপ খেয়ে জীবন অতিবাহিত করাই সামাজিকীকরণ। সব মানব শিশুকে এ পথ ধরে বেড়ে উঠতে হয়। শিশুর অভিভাবককে এ পর্যায়ে সঠিক পথ দেখাতে হবে। শিশুকে স্বাধীন ভাবে বড় করতে হবে। তবে স্বাধীনতার সাথে মিলে মিশে আছে দায়িত্বশীলতা। এমন কোনো সঙ্গে পড়ে শিশু বিপথগামী হচ্ছে এমনটা ঘটলে তা হবে দু:খজনক। তা যেন না ঘটে সে লক্ষ্যে শিশুর বাবা, মা সহ অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

একটি শিশু যখন স্কুলে যাওয়া শুরু করে তখন থেকে শুরু হয় তার জীবনে বাঁক বদলের এক মুহূর্ত।

বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিবার থেকে আসা অন্য শিশুদের সাথে তার মেলা মেশা শুরু হয়। স্কুলে গিয়েই একটি শিশু পরিবারের বাইরে জীবনে প্রথম বারের মতো সময় কাটাতে থাকে। সে সময়টায় শিশু থাকে অনেকটা পরিবার বিচ্ছিন্ন। এ মুহূর্তেই তার প্রতি বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি। বাবা, মায়ের দায়িত্বটা বেশি এ সময়।

শিশুর স্কুল কর্তৃপক্ষেরও দায় আছে এ সময়টায়। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকতে হবে পরিবারের। শিশু ক্লাসে কেমন আচরণ করছে , শিক্ষক সহ অন্য শিক্ষার্থীদের সাথে তার ব্যবহার কেমন –  এসব তথ্য নিতে হবে। ভালো একটি স্কুলে ভর্তি করেই অনেক বাবা, মা মনে করেন তাদের দায়িত্ব শেষ। এটি ভয়াবহ একটি ভুল ধারণা। বরং শিশুর প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার সময় এটি।

স্কুল শিশুর জীবনে শুধু শিক্ষার সূচনা করে না। তাকে সমাজ ও রাষ্ট্রের নাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষাও এখান থেকে শুরু হয়। শিশু পরিচিত হয় জাতীয় সঙ্গীতের সঙ্গে। অন্য নানা ভাবে সে ধীরে ধীরে সমাজ ও জাতীয়তার শিক্ষা লাভ করে এই স্কুল জীবনের সূচনা পর্বে। বন্ধু ও সহপাঠী একই সময়ে তার জীবনে প্রবেশ করে। তাই খুব গুরুত্ব দিয়ে এ সময় শিশুকে পর্যবেক্ষন করতে হবে। শিশুরা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়। সে গালি দেয়া শিখছে কী না, কারও দ্বারা হয়রানির শিকার হচ্ছে কী না, নিজে কাউকে হয়রানি করছে কী না এ সব বিষয়ে খেয়াল রাখার সময় এটি।

মোট কথা শিশুর জীবনে বন্ধু আসবেই। তা রোধ করা যাবে না। কিন্তু সে বন্ধু যেন শিশুর মানবিক বিকাশে কোনো বিঘ্নের উৎপাত না ঘটায় এটি নিশ্চিত করাই হবে অভিভাবকদের আসল সতর্কতা।