support@halumkids.com

Kids Books, Clothing, Toys at Affordable Price

শিশুর ঈদ উপহারে বই

সমষ্টির আনন্দ আর মঙ্গল মানেই ঈদ। শুধু মুষ্টিমেয় লোকের বিলাসী উৎসব না। সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে নিজের অবস্থান পরিস্কার করার বার্তা স্পষ্ট হয় এ মহিমান্বিত ঈদে। বাঙালির মর্ম মূলে থাকা বিদ্রোহী বুলবুল কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানেই এর নজির আছে।

তুই আপনাকে আজ বিলিয়ে দে মন, আসমানে তাগিদ।
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ। 

এই পবিত্র ঈদে বিলিয়ে দেয়ার আচার এখনো সমাজে আছে। ইসলামে নির্দেশিত আবশ্যকীয় কর্ম জাকাত ও ফেতরার প্রচলন বিরাজিত। বাঙালি মুসলমানের সংস্কৃতিতে এর সাথে যুক্ত আছে ‘ঈদী’ বা ‘ঈদ সালামী’র প্রচলন। এখানে অর্থ মূল্য আসল বিষয় না। গুরুত্ব পায় বয়সে কনিষ্ঠদের বা শিশুদের আনন্দ। আমরা চাইলে এই আনন্দকে সময় উপযোগী সৃজনশীল করে নির্মাণের ধারা শুরু করতে পারি। এর জন্য দরকার শিশুদের অংশগ্রহণ।  

দু:খ জনক হলেও সত্য আমাদের এখনের সমাজ বই বিমুখকতায় ডুবে আছে। নানা ডিভাইসে সবাই ব্যস্ত। মনের প্রদীপ জ্বালানো বই এখন অপসৃত চার পাশ থেকে। বিশেষ করে শিশুদের মধ্যে টেক্সট বই ছাড়া সৃজনশীল বই পাঠে ভীষণ অনাগ্রহ।

এই বাস্তবতায় নতুন প্রজন্মকে বই মুখী করতে শুরু করা যায় ঈদ উপহার বা ঈদ সালামী হিসেবে বই উপহার দেয়া কার্যক্রম। পরীক্ষা মূলক ভাবে এ যাত্রা হতে পারে পরিবার থেকে।

বিশেষত ঈদুল ফিতরে প্রায় সব পরিবারেই উপহার দেয়ার প্রচলন আছে। বেশির ভাগ ক্ষেত্রে পোশাকই প্রাধান্য পায় এ সময়। পোশাক যাদের প্রয়োজন তারা নি:সন্দেহে পোশাকই প্রাপ্য। একই সঙ্গে এতে যুক্ত করা যায় বিশ্ব সাহিত্য ও বাংলা সাহিত্যের লাল নীল দীপা বলি হয়ে বিরাজমান জীবন বদলে দেয়া বই গুলোও। শিশুদের বই মুখী করতে ঈদের উপলক্ষে তাদের বই উপহার দেয়া যেতে পারে।

বাংলাদেশের প্রকাশনা শিল্প এখন আগের চেয়ে অনেক বেশি নান্দনিক ও বহু মাত্রিক হয়েছে। শিশুদের জন্য প্রকাশিত হচ্ছে বিবিধ ধরণের বই। শুধু কঠিন ভাষার অক্ষরে ঠাঁসা বই নয়। এখন অনেক শিশুর কাছে ভালো লাগার মতোন কমিক্স ও গ্রাফিক নভেল প্রকাশ হচ্ছে। যে শিশু দীর্ঘ দিন বই বিযুক্ত, তার জন্য অনবদ্য ভালো পাঠ যোগ্য উদাহরণ সৃষ্টি করতে পারে এ ধরণের প্রকাশনা। তাই বিপুল বাণিজ্যের মৌসুম ঈদে ঘরে ঘরে বইয়ের বিস্তার হতে পারে একটি বাস্তবায়ন যোগ্য কর্ম। আর তা যদি হয় সমাজ, দেশ ও পৃথিবীর আগামীর নির্ধারক শিশুদের কেন্দ্র করে, তবে তার সুফল আমরা পাবো নিশ্চিত ভাবেই। ঈদ উপহারে শিশুর জন্য বই মাঙ্গলিক প্রভাব রাখুক নতুন প্রজন্মের মাঝে –  এ কামনা সফল ও স্বার্থক হোক।